1. admin@hossainpurpratidin.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

হোসেনপুরে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

হোসেনপুর প্রতিদিন ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হারুন অর রশিদ,অতিরিক্ত উপ-পরিচালক ইমরুল কায়েস,অতিরিক্ত উপ-পরিচালক শাহীনুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলাম মুর্শেদ মৃধা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন,যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াগ হোসাইন উজ্জল,পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা,অতিরিক্ত কৃষি অফিসার মাছুমা আক্তারসহ কৃষক মাঠ স্কুলের কৃষক-কৃষাণী,গণমাধ্যমকর্মী,মসজিদের ইমাম,জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অধিক ফলন উৎপাদন, কৃষিতে প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ,পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ হোসেনপুর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park