কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের জন্য এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল জলিল,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির,উপজেলা পাট উপসহকারী কর্মকর্তা মো. শফিউল আলম,উপসহকারী কৃষি কর্মকর্তা আলিমুল শাহান, মোদাচ্ছিল হায়দার আলমগীর,প্রশিক্ষক এবং স্থানীয় চাষিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে চাষিদের আধুনিক পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন, পরিচর্যা এবং ফলন বাড়ানোর কৌশল সম্পর্কে অবহিত করা হয়।