কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন শাহেদল ইউনিয়নের গকুলনগর গ্রামের রিকশা চালক ক্যান্সার আক্রান্ত স্বপন মিয়া এখন মৃত্যু শয্যায়। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন মৃত্যুর সহিত পাঞ্জা লড়ছে।
তার এই চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন, যা এখন তার পরিবারের সামর্থ্যের বাইরে। সেজন্য সে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। আপনার একটু সাহায্য সহানুভূতি, হয়ত ক্যান্সার রোগীর জীবন বাঁচাতে পারে। তাই আসুন আমরা স্বপন মিয়ার পাশে দাঁড়াই। তাদের সাথে যোগাযোগের মাধ্যম- 01868991108 , 01614139661
স্বপন/এসআর