1. admin@hossainpurpratidin.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

হোসেনপুর প্রতিদিন ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের আহ্বায়ক ইকরাম হোসেন।

বক্তারা বলেন, আজকে রাজপথ থেকে তারা একটাই দাবি জানাচ্ছেন, তা হল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন। গণহত্যাকারী আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে দেখতে চান না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ হোসেনপুর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park