1. admin@hossainpurpratidin.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব কাল

হোসেনপুর প্রতিদিন ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হবে শনিবার (৫ এপ্রিল)। ভোর থেকে দুপুর পর্যন্ত খুরশিদ মহল সেতু সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে এ স্নানোৎসব অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে স্নানোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করতে করেছে  হোসেনপুর উপজেলা ও পৌর পুজা উদযাপন পরিষদ।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন অষ্টমীস্নানঘাট ও মন্দির পরিদর্শন করেছেন।

এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারী বাজার, রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ি দেবালয় ও নরসিংহ জিউড় আখড়া প্রাঙ্গণে দিনব্যাপী মেলা বসবে। এবার লক্ষাধিক নারী পুরুষের সমাগম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ–সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসব বরাবরের মতো উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। জেলার বিভিন্ন প্রান্ত এবং কিশোরগঞ্জের সীমান্তবর্তী জেলাগুলো থেকে লক্ষাধিক পূণ্যার্থী স্নানোৎসবে অংশ নিবেন বলে প্রত্যাশা করছেন তিনি।

অষ্টমী স্নানোৎসব ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ হোসেনপুর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park