1. admin@hossainpurpratidin.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশী ২৬ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

হোসেনপুর প্রতিদিন ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশী ২৬ জেলেকে ফেরত দেয়া হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব বাংলাদেশী জেলেকে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে ফেরত এনেছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্টমার্টিন থেকে একটু দূরের এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ২৬ বাংলাদেশী জেলেকে ফেরত দেয়া হয়েছে। তাদের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, জেলেরা মাছ ধরতে ধরতে এক সময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের পানিসীমার ঢুকে পড়ে। এ কারণে তাদের ধরে নিয়ে যায়। এটি নিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ হোসেনপুর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park