গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন, নারী শিশুসহ হাজারো মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে হোসেনপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় তৌহিদী জনতার উদ্যোগে পৌর এলাকা কুড়িঘাট মোড় থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বের হয়ে কালেমা শাহাদাহ্ চত্বরে এসে জড়ো হয়। তারা মিছিলে ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তৌহিদি জনতার কণ্ঠে- ফিলিস্তিন- ফিলিস্তিন, জিন্দাবাদ- জিন্দাবাদ, নেতা নিয়াহু দুই গালে- জুতা মারো তালে তালে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
মিছিল কারীরা বলেন, গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা, গাজায় চলমান ইসরাইলে আগ্রাসন শিশু ও নারীদের নির্বিচারে হত্যা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস সবকিছুই এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র।
মিছিলে সবার হাতে আরবি ও ইংরেজিতে প্রতিবাদী প্লেকার্ড ও ফেস্টুন দেখা যায় এবং বক্তারা ইংরেজি ও আরবিতে বক্তব্য রাখেন।