1. admin@hossainpurpratidin.com : admin :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেফতার ৩ গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশ, আটক ১১ হোসেনপুরে ভিমরুলের কামড়ে নারীর মৃত্যু হোসেনপুরে শরীফ হত্যার প্রধান আসামি মুজিবর রহমান ঢাকায় গ্রেফতার হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই হাসপাতালে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন, নারী শ্রমিকের মৃত্যু হোসেনপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে কিশোরের মৃত্যু বিএনপি নেতা আব্দুস সালামের রোগমুক্তি কামনায় হোসেনপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ-গুলি, নিহত ১, আহত ২৬

গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশ, আটক ১১

হোসেনপুর প্রতিদিন ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধভাবে প্রবেশের দায়ে ১১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পার্ক কর্তৃপক্ষ। আটকরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে শ্রীপুর থানায় সোপর্দ করে। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার আনারসি গ্রামের আবুল মৃধার ছেলে সজল মৃধা (২৭), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফুকলাকান্দি গ্রামের লিটন মিয়ার ছেলে ফাহিম মিয়া (২১), একই উপজেলার ধুলিহর গ্রামের ফজর আলীর ছেলে সাকিব মিয়া (২৩), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লাহরীপাড়া গ্রামের আমীর আলী ছেলে হাফিজুল ইসলাম (২০), চাঁদপুরের মতলব উপজেলার বহরী গ্রামের জসিম মিজির ছেলে শাহিদুল ইসলাম (২১), সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার ভাঙ্গাবাড়ী (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুস সামাদের ছেলে ইয়াকুব আলী (১৯), নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের বাবুল ফকিরের ছেলে ওমর ফরুক (২০), একই জেলার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে রাকিব হোসেন (২৫), বারহাট্টা উপজেলার ডেমুরী গ্রামের আব্দুল্লাহর ছেলে রিফাত মিয়া (২১), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শাখুয়া গ্রামের আব্দুর রমীদের ছেলে আব্দুল কাইয়ুম (১৭) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ইসমাইল (১৯)।

জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী শফিক মিয়ার মার্কেটে বিভিন্ন মালিকের অধীনে কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানিয়েছেন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পূর্বে বিভিন্ন সময় একাধিকবার সাফারি পার্কে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা পার্কের মূল্যবান দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে। চুরির ঘটনায় মামলাও হয়েছে। চুরি ঠেকাতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। রাতে ডিউটি চলাকালে ১১ জন ছেলেকে পার্কের সীমানায় ঘুরতে দেখে। পরে বিষয়টি সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে পর্যটক (ট্যুরিস্ট) পুলিশের সাফারি পার্ক ক্যাম্প ইনচার্জকে জানানো হয়। রাতেই তাদের আটক করে হেফাজতে নিয়ে সকালে থানায় সোপর্দ করা হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, আটক ১১ জনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ হোসেনপুর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park