সঞ্জিত চন্দ্র শীল: সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা সিটির কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালামের সুস্থতা কামনায় তার নিজ এলাকা কিশোরগঞ্জের হোসেনপুররে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ) দুপুরে উপজেলার শাহেদল ইউনিয়নে কুড়িমাড়া গ্রামের সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার,তাঁতীদলের হোসেনপুর উপজেলা শাখার সদস্য সচিব আশরাফুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মিয়া,উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া প্রমূখ।
এতে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম। এ সময় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন অন্যান্য শিক্ষক, স্থানীয় মুরুব্বি ও মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী।
উল্লেখ্য,বীরমুক্তিযুদ্ধা আব্দুস সালাম বৃহস্পতিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডি ইবনেসিনা সংকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।